নিবিড় মনিটরিং ও দ্রুত সময়ে জবাবদিহিতা মূলক সেবা প্রদান নিশ্চিতকরনের লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর একটি উদ্ভাবনী উদ্যোগ। এই এপ্লিকেশনের মাধ্যমে কৃষক দ্রুততম সময়ে তার অভিযোগ/সেবা গ্রহন করতে পারবে। অভিযোগ/সেবার বর্তমান অবস্থা সম্পর্কে সেবাপ্রদানকারী এবং আবেদনকারী সরাসরি জানতে পারবে। কে কখন সেবাটি প্রদান করবেন তা নির্ধারিত থাকায় সেবা প্রদান মনিটর করা সহজ হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যেই কর্ম সম্পাদনে সচেষ্ট থাকছেন। সেবা প্রদানের ক্ষেত্রে সময়, পরিদর্শন ও খরচ কমেছে। জমিতে কখন কি পরিমান সেচ প্রয়োজন তা কৃষক খুব সহজেই জানতে পারছেন। সেবা গ্রহীতার মূল্যায়নের মাধ্যমে সেবার মান নির্ধারিত হচ্ছে। এছাড়া সকল তথ্য সংরক্ষিত থাকায় কাজের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটুআই প্রোগ্রামের তত্তাবধান ও অর্থায়নে উদ্ভাবনটি বাস্তবায়ন করা হয়েছে।