Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

1.                   

গভীর নলকূপের কমান্ড এলাকার আওতায় আবাদ যোগ্য/ চাষকৃত জমিতে সেচ সুবিধা প্রদান।

2.                  

গভীর নলকূপ পরিচালনা  ও রক্ষণাবেক্ষন কাজ

3.                 

সেচের পানি বিতরণ ব্যবস্থা (ভূ-গর্ভস্থ পাইপ লাইন) নির্মাণ, পুনঃ নির্মান ও রক্ষণাবেক্ষণ কাজ

4.                   

আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান

5.                  

ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের বীজ কৃষকের মাঝে সরবরাহ

6.                  

কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে জনসাধারনের দাখিলকৃত অভিযোগ নিষ্পত্তি

অচালু / অকেজো গভীর নলকুপ গুলি সচল করন-

           বিএডিসি কর্তৃক স্থাপিত গভীর নলকুপ সমূহের মধ্যে যে সমস্ত গভীর নলকুপগুলি অচালু/অকেজো হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে  সে সমস্ত গভীর নলকুপগুলি বিএমডিএ কর্তৃক 2014-15 অর্থ বছর এপ্রিল পর্যন্ত 435টি গভীর নলকুপ পূর্নবাসন পূর্বক পুণরায় সেচ কাজে ব্যবহার করা হয়েছে।

 

গভীর নলকুপ স্থাপন-

          গভীর নলকুপ স্থাপন -২য় পর্যায়ের মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় আবাদ যোগ্য কৃষি জমিতে সেচ প্রদানের জন্য গভীর নলকুপ স্থাপন করা হয়ে থাকে (প্রকল্প মেয়াদ- জানুয়ারি ২০১০ থেকে জুন ২০১৬ পর্যন্ত)। এ ক্ষেত্রে আগ্রহী কৃষকগণ গভীর নলকুপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট্ উপজেলার সহকারী প্রকৌশলী, বিএমডিএ’র জোন দপ্তরে আবেদন করেন। আবেদন প্রাপ্তির পর সহকারী প্রকৌশলীর দপ্তর হতে সম্ভাব্যতা যাচাই করে সুপারিশসহ নলকুপ স্থাপনের জন্য নির্বাহী প্রকৌশলীর দপ্তরে প্রস্তাব প্রেরন করা হয়। অতঃপর নির্বাহী প্রকৌশলীর দপ্তর উক্ত প্রস্তাবের বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 2014-15 অর্থ বছর এপ্রিল পর্যন্ত 130 টি গভীর নলুকপ  স্থাপন করা হয়েছে।

 

সেচ প্রদান-

           বিএমডিএ রংপুর জেলাতে 566 টি গভীর নলকুপের মাধ্যমে কৃষকদেরকে স্বল্প মুল্যে কৃষি জমিতে সেচ প্রদান করা হয়।  এ ক্ষেত্রে প্রতি ঘন্টা ১০০/- টাকা সেচচার্জ প্রদান করতে হয়। কৃষকগণ তার চাহিদা মোতাবেক সেচ গ্রহনের জন্য সংশ্লিষ্ট উপজেলা অফিস অথবা স্থানীয় পর্যায়ে কুপন / প্রি-পেইড এমভিইউ ডিলারে নিকট থেকে প্রয়েজনীয় অর্থ প্রদান করে কুপন ক্রয় / প্রি-পেইড কার্ড রিচার্জ করে জমিতে সেচ প্রদান করতে পারে।

 

কারিগরি সেবা প্রদান-

            গভীর নলকুপ একজন অপারেটরের মাধ্যমে পরিচালনা করা হয়। পরিচালনার ক্ষেত্রে যদি কোন প্রকার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ঠ অপারেটর  বিএমডিএ ’র উপজেলা পর্যায়ের অফিসে অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির পর সহকাী প্রকৌলশীর নিয়ন্ত্রাধীন মেকানিক/সহকারী মেকানিক, উচ্চঃ উপ-সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীর মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপন পূর্বক যত দুর সম্ভব তাড়াতাড়ী সমাধান করা হয়।

 

সেচের পানি বিতরণের নালা নির্মাণ

            নিয়ন্ত্রিত সেচ সুবিধা প্রদানের জন্য নির্ধারিত গভীর নলুকপ স্কীমগুলোতে ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করা হয়। কৃষকগণ নির্ধারিত পার্টিশিপেসন ফি জমা প্রদান করলে বিএমডিএ কর্তৃক সেচনালা নির্মাণ করা হয়।

 

বিদ্যুৎ লাইন নির্মান-

           ডিজেলের মাধ্যমে সেচ প্রদান অত্যান্ত ব্যয় বহুল। কৃষকদের সেচ খরচ হ্রাসের জন্য প্রতিটি গভীর নলুকপে বিএমডিএ কর্তৃক ১১ কেভি বৈদ্যুতিক লাইন নির্মাণ পূর্বক গভীর নলকুপ সমুহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়ে থাকে। বিএমডিএ কর্তৃক পরিচালিত সকল সেচ যন্ত্র বিদ্যুৎ চালিত।

 

বিশুদ্ধ খাবার পানি সরবরাহ

            গ্রামের নিকটবর্তী স্থানে স্থাপিত সেচের গভীর নলকুপ হতে গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে গভীর নলকুপের পার্শ্ববর্তী স্থানে ২৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক নির্মান পূর্বক ৭০০০ ফুট ভূ-গর্ভস্থ  পাইপ ও ৪৬টি ফসেট (ট্যাপ) এর মাধ্যমে গ্রামীণ জনপদে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে।

 

বনায়ন কার্যক্রম-

             প্রাকৃতিক ভারসাম্য আনয়নকল্পে বিএমডিএ কর্তৃক বিভিন্ন রাস্তা, সরকারী খাশ জমি ও খাল খাড়ি ও পুকুর পাড়ে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি গছ রোপন করা হয়।   

 

বীজ উৎপাদন ও বিপণনঃ

             বিএমডিএ কর্তৃক চুক্তি বদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত জাতের বীজ উৎপাদান করা হয়। উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত করন পূর্বক সুলভ মুল্যে কৃষকদের নিকট বিতরণ করা হয়।

ক্রঃ নং

প্রদত্ত সেবা

কিভাবে সেবা পাবেন

সেবা প্রাপ্তির সময় সীমা

মন্তব্য

০১।

সেচ প্রদানের লক্ষ্যে মাঠ পর্যায়ে ইতিপূর্বে স্থাপিত গভীর নলকূপ পুনর্বাসন কাজ।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সরেজমিনে আবেদনের বাস্তবতা যাচাই-বাছাই, কারিগরীদিক পর্যালোচনা পূর্বক ০১ (এক) মাসের মধ্যে

 

০২।

পুনর্বাসিত গভীর নলকূপে প্রয়োজনে বৈদ্যুতিক লাইন নির্মাণসহ তা কমিশন করা।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সরেজমিনে আবেদনের বাস্তবতা যাচাই-বাছাই, কারিগরীদিক পর্যালোচনা পূর্বক ০১ (এক) মাসের মধ্যে

 

০৩।

রক্ষনাবেক্ষন করতঃ গভীর নলকূপ চালু রাখা এবং স্কীম ভুক্ত কৃর্ষক পর্যায়ে সেচ প্রদানের মাধ্যমে সেবা নিশ্চিত করণ।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত/মৌখিক আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সর্বোচ্চ ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে

 

০৪।

গভীর নলকূপের সেচচার্জ কুপন এবং প্রি-প্রেইড কার্ডের চার্জিং যথা সময়ে নিশ্চিত করণ।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত/মৌখিক আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে

 

০৫।

সেচ সংক্রান্ত উদ্বুত যে কোন সমস্যার জন্য কাল বিলম্ব না করে সম্ভব স্বল্পতম সময়ে তা সমাধান।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত/মৌখিক আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সর্বোচ্চ ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে

 

০৬।

বাস্তবায়নাধীন ও সম্পাদনকৃত উন্নয়নমূলক সকল কাজের কারিগরী বিশ্লে­ষন এবং সন্তোষজনক কার্য সম্পাদনের পর নিয়মিত ও নিয়ম মাফিক বিল প্রাপ্তিস্বাপেক্ষে বিধি মোতাবেক প্রদানের ব্যবস্থা নিশ্চিতকরণ।

সংশ্লিষ্ট ঠিকাদার/প্রতিষ্ঠানের বিল দাখিল স্বাপেক্ষে

বিল প্রাপ্তির প্রেক্ষিতে কারিগরী বিশ্লে­ষন, দরপত্র সিডিউলের শর্ত পূরন ও ফান্ড প্রাপ্তি স্বাপেক্ষে ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে

 

০৭।

বিদ্যুৎপ্রাপ্তি ও ভোল্টেজ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এবং সমস্যা সমাধানের জন্য সংশি­ষ্ট কর্তৃপক্ষের সহিত যোগাযোগ রক্ষা করণ।

অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে

সর্বোচ্চ ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে

 

০৮।

গভীর নলকূপ সমূহের সেচচার্জ কুপন ডিলার/মোবাইল ভেন্ডিং ইউনিট ডিলার (প্রি-পেইড স্মার্ট কার্ড রিচার্জ ডিলার) ও খন্ডকালীন অপারেটর নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।

লিখিত/মৌখিক আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সরেজমিনে আবেদনের বাস্তবতা যাচাই-বাছাই, কারিগরীদিক পর্যালোচনা পূর্বক ০১ (এক) মাসের মধ্যে

 

০৯।

সেচের পানি সুষ্ঠু ব্যাবহারের নিমিত্তে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণকৃত মালামাল সংগ্রহ ও সেচনালা নির্মাণ কাজের তদারকী নিশ্চিত করণ।

সংশ্লিষ্ট কৃষকগনের লিখিত আবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে সরেজমিনে আবেদনের বাস্তবতা যাচাই-বাছাই, কারিগরীদিক পর্যালোচনা পূর্বক ০১ (এক) মাসের মধ্যে

 

১০।

প্রাকৃতিকপরিবেশেরভারসাম্যআনয়নেরলক্ষ্যেবনায়নের মাধ্যমেবৃক্ষরোপনেরব্যবস্থাগ্রহণওগ্রামীনজনগোষ্ঠীরকর্মসংস্থানের সুযোগসৃষ্টিকরা।

দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগকল্পে পাহারার কাজে স্থানীয় জনগনকে নিয়োগ

দরপত্র সিডিউলের শর্ত/বিধি মোতাবেক

 

১১।

খাস খাল ও পুকুর পুনঃ খনন এবং খালে ক্রসড্যাস নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষন করতঃ খালের দু’ধারে ও পুকুরের চারপার্শ্বে বনায়ন সৃষ্টি ও সেচাবাদ নিশ্চিত করণ এবং মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ কৃষকদের প্রোটিনের অভাব পুরন করণ।

দরপত্র আহ্বানের মাধ্যমে

দরপত্র সিডিউলের শর্ত/বিধি মোতাবেক

 

১২।

কর্তৃপক্ষের গভীর নলকূপ হতে পানীয় জল সরবরাহের স্থাপনা তৈরী করণ এবং তা হতে গ্রামীণ জনপদে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করণ।

দরপত্র আহ্বানের মাধ্যমে

দরপত্র সিডিউলের শর্ত/বিধি মোতাবেক

 

১৩।

গ্রামীণ পাকা সড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগণের সহজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উৎপাদিত ফসল সহজে বিক্রির জন্য বিভিন্ন গ্রোথ সেন্টারে পরিবহণের ব্যবস্থা নিশ্চিত করণ।

দরপত্র আহ্বানের মাধ্যমে

দরপত্র সিডিউলের শর্ত/বিধি মোতাবেক

 

১৪।

উন্নত বীজ সরবরাহের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ফসল বৈচিত্র্য রক্ষনের যথাযথ পরামর্শ কৃষক পর্যায়ে প্রদান।

স্কীমভূক্ত কৃষকগনের লিখিত/মৌখিক চাহিদার মাধ্যমে

সর্বোচ্চ ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে

 

১৫।

গ্রামীন কৃষকগনকে আধুনিক চাষাবাদের কলা কৌশল, সেচের পানি কম ব্যবহার করে চাষাবাদের পদ্ধতি, ভূ-গর্ভস্থ পানির কম ব্যবহার নিরুতসাহিত করন, ভূ-পরিস্থ পানির ব্যবহারে উৎসাহিত করনসহ কীট নাশক ব্যবহার না করে ফসল উৎপাদন কর্মকৌশল সম্পর্কে প্রশিক্ষন প্রদান।

স্কীমভূক্ত কৃষকগনের লিখিত/মৌখিক চাহিদার মাধ্যমে

সর্বোচ্চ ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে অথবা এসংক্রান্ত প্রকল্প চালু থাকলে